১০ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অনুমোদন, ৩০ জুন আনুষ্ঠানিক সূচনা ঘোষণা মমতার

১০ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অনুমোদন, ৩০ জুন  আনুষ্ঠানিক সূচনা সূচনা ঘোষণা মমতার 




নতুন স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পে মন্ত্রিসভায় ছাড়পত্র মিলেছে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘নতুন স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পে মন্ত্রিসভায় ছাড়পত্র, ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন পড়ুয়ারা। ৪০ বছর বয়স পর্যন্ত ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে। সরকারই থাকবে ক্রেডিট কার্ডের গ্যারান্টার।’



নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি গুলির মধ্যে একটি অন্যতম প্রতিশ্রুতি ছিল স্টুডেন্টস ক্রেডিট কার্ড। প্রতিশ্রুতি মতো সেই প্রকল্প আরম্ভ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ৩০শে জুন আনুষ্ঠানিক ভাবে এই প্রকল্পের শুভ সুচনা হবে বলেও জানান তিনি।



১০ লক্ষ টাকা ঋণে জামিনদার হবে রাজ্য সরকার। ৩০ জুন আনুষ্ঠানিক সূচনা। নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড অনুমোদিত হয়েছে। সরকারই গ্যারেন্টার। ১০ বছর পশ্চিমবঙ্গে বসবাস করেছেন স্নাতক, স্নাতকোত্তর থেকে ডক্টরেট পর্যন্ত এই সুবিধা পাবেন। চাকরি হওয়ার পর ১ বছর পর ১৫ বছরের মধ্যে ঋণ ফেরত দিতে হবে। এটা অনলাইনে পাওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ