Google-কে ২২০ মিলিয়ন ইউরো জরিমানা করল ফ্রান্স
Google -র বিরুদ্ধে অনলাইন বিজ্ঞাপনে অপব্যবহারের মাধ্যমে বাজারে একচেটিয়া দখলদারির অভিযোগ তুলে ২২০ মিলিয়ন ইউরো জরিমানা করল ফ্রান্স।নিজেদের ওয়েবসাইট ও অ্যাপে বিজ্ঞাপন মারফত মুনাফার ক্ষেত্রে একচেটিয়া বাজার দখল করছে গুগল যা ফ্রান্সের বাজার প্রতিযোগিতা নিয়ন্ত্রক আইনের বিরোধী বলেই জানিয়েই এই জরিমাণা করা হয়েছে।
মিডিয়া সূত্রে জানা যাচ্ছে, কোনও ব্যক্তি বা সংস্থা গুগল মারফত বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করলে সেখানেই নিজেদের ক্ষমতার অপব্যবহার করত গুগল। অন্যান্য অ্যাড অকশন সার্ভিসের বদলে গুগল তার নিজেদের AdX এবং Doubleclick-কেই বিজ্ঞাপনদাতাদের সামনে হাজির করত। এর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলে ফ্রান্সের তিনটি বৃহত্ সংবাদমাধ্যম নিউজ কর্প, লে ফিগারো এবং গ্রুপে রসেল। তাঁদের অভিযোগ গুগলের জন্য বিজ্ঞাপন কমে যাচ্ছে। গুগলে অ্যাড দিতে সার্চ করলে নিজেদের সার্ভিস সাজেস্ট করছে আর বাকি ওয়েবসাইট গুলি এর ফলে গুগলের সাথে প্রতিযোগিতায় পেড়ে উঠতে পারছে না।
যদিও এবিষয়ে গুগলের মন্তব্য জানা যায়নি। তবে গুগল এ ক্ষেত্রে বদল আনার অঙ্গীকার করেছে বলেই জানাচ্ছে ফ্রান্সের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা । থার্ড পার্টি অ্যাড প্লেসমেন্টের ক্ষেত্রে পুরো বিষয়টি আরও স্বচ্ছ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থা। গুগল ফ্রান্স একটি বিবৃতিতে জানায়, 'কিছু পরিবর্তন আনা হচ্ছে। আগামী কয়েক মাস এগুলির টেস্টিং হবে।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊