বজ্রপাত থেকে বাঁচতে কী করবেন?




বজ্রপাতে মৃত‍্যুর খবর অনেক উঠেছে। গত কয়েকদিন আগেই দক্ষিণবঙ্গে ২৭ জনের মৃত‍্যু হয়েছে বজ্রপাতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ‍্যের বিভিন্ন জায়গায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল। এর মাঝেই পশ্চিমবঙ্গ বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের তথ‍্য মারফত বজ্রপাত থেকে বাঁচতে কি করবেন তা জেনে নিন এবং সুরক্ষিত থাকুন। বজ্র-বিদ্যুৎপূর্ণ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীকে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে। 



সতর্কতা গুলি হল: 

  • বজ্রপাতের সময় ঘরের ভিতর আশ্রয় নিন। সম্ভব হলে পাকা বাড়ির ভিতর আশ্রয় নিন।
  • খোলা জায়গায় অথবা মাঠে কাজ করার সময় আশ্রয়ের জায়গা না থাকলে যতটা সম্ভব নিচু ও গুটিসুটি হয়ে বসে পড়ুন। তবে মাটিতে শুয়ে পড়বেন না।
  • যদি যানবাহনের মধ্যে থাকেন, তাহলে জানালা তুলে দিন।
  • খোলা জায়গায় কোনও বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না। গাছ থেকে কমপক্ষে ১৫ ফুট দূরে থাকুন।
  • ঝুলে থাকা অথবা ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরত্ব বজায় রাখুন।
  • জলাশয় থেকেও দূরে থাকতে হবে। মাছ ধরা বন্ধ রাখতে হবে।
  • ওভারহেড বৈদ্যুতিক তার এবং খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।
  • বজ্রপাতের সময় ছাতা ও ফোন ব্যবহার থেকে বিরত থাকুন।
  • ঘরের ভিতর বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।

  • ছাদ, জানালা এবং বারান্দা থেকে দূরে থাকুন।

  • বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকুন।

  • বাড়িতে যথাযথ বজ্র নিরোদক ব‍্যবহার করুন।