Latest News

6/recent/ticker-posts

Ad Code

সস্ত্রীক বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য,

সস্ত্রীক বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য






সস্ত্রীক বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য,দেখভালের জন্য নিয়োগ করা হয়েছে তিন চিকিৎসকের দলকে


নিউজ ডেস্ক: 

করোনাকে হারিয়ে সস্ত্রীক বাড়িতে ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার সিআইটি রোডের একটি বেসরকারি নার্সিংহোম থেকে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পূর্ব কলকাতার ওই নার্সিংহোমে সস্ত্রীক ভর্তি ছিলেন তিনি। সূত্রের খবর, আপাতত সুস্থ রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অ্যান্টিবডি রিপোর্ট স্বাভাবিক রয়েছে। খাওয়াদাওয়াও স্বাভাবিক করছেন। বাইপ্যাপ সাপোর্ট লাগছে না। তবে বাড়িতে ফিরলেও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চিকিৎসকের নজরদারিতে থাকতে হবে।




গত ১৮ মে করোনা সংক্রমণ ধরা পড়ে বুদ্ধবাবুর। এর পর বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। গত ২৫ মে পরিস্থিতির অবনতি হলে তাঁকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত ২ জুন করোনামুক্ত হয়ে সেখান থেকে ছুটি পান তিনি।




কিন্তু দেখভালের সমস্যার জন্য বাড়ি ফেরেননি। কলকাতার সিআইটি রোডের ধারে একটি নার্সিং হোমে আইসোলেশনে ছিলেন। বুধবার সেখান থেকে বাড়ি ফিরলেন বুদ্ধদেব। 




বুদ্ধবাবুর সঙ্গে আইসোলেশনে ছিলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। বুধবার বিশেষ ICU অ্যাম্বুল্যান্সে তাঁরা বাড়ি ফেরেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে বুদ্ধবাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল। শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে তাঁর। তবে তাঁকে কিছু নিয়ম মেনে চলতে হবে। নিয়মিত করতে হবে ব্যায়াম। বাড়িতে বুদ্ধবাবুর শারীরিক দেখভালের জন্য ৩ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। তাঁরা নিয়মিত খোঁজ রাখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code