আপাতত স্থগিত মুখ্যমন্ত্রী মমতার প্রথম উত্তরবঙ্গ সফর




আপাতত স্থগিত মুখ্যমন্ত্রী মমতার প্রথম উত্তরবঙ্গ সফর। একুশের বিধানসভা নির্বাচনে সারা রাজ্য জুড়ে সবুজ ঝড়ের মাঝেও উত্তরবঙ্গে তেমন ভালো ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। আগামী ২১ জুন তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপাতত সেই সফল স্থগিত হয়ে গেল। শিলিগুড়িতে উত্তরবঙ্গের ৫ জেলার প্রশাসনিক বৈঠক করার কথা ছিল মমতার।


খারাপ আবহাওয়ার কারণেই এই সফর স্থগিত হল বলে জানা গেছে। কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে চলছে বেশ বৃষ্টি। একাধিক জায়গা জলমগ্ন। খারাপ আবহাওয়ার কারণে আপাতত উত্তরবঙ্গ সফর স্থগিত হয়ে গিয়েছে। উল্লেখ্য, নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে উত্তরবঙ্গে। মানুষ নাকি আসামে পালিয়ে লুকিয়ে আছে। উত্তরবঙ্গ সফরে এসেছিলেন রাজ্যপাল এরপর মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ ছিল।


খারাপ আবহাওয়ার জেরে আপাতত পরিস্থিতিতে নজর দাড়ি চালাতেই স্থগিত সফর। তবে খুব শীঘ্রই উত্তরবঙ্গ সফরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে উত্তরবঙ্গের ফলাফল নিয়ে কাটাছেঁড়া করা হবে বলে জানা গিয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পরবর্তী সফর সূচি জানা যাবে।