BREAKING NEWS: উচ্চ প্রাথমিক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের 

Calcutta High Court


হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার (State Govt.)। উচ্চ প্রাথমিকে(Upper Primary) প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে আজ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । বিচারপতি অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়  উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে এই স্থগিতাদেশ জারি করেন। ইতিমধ্যে রাজ্য সরকার ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে যা নিয়ম মেনে প্রকাশ করা হয়নি বলে অভিযোগে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে (High Court) । 


পুজোর আগে ও পরে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) । এরপরেই প্রকাশিত হয় উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের তালিকা। এই আবহে উচ্চ প্রাথমিকে নিয়োগ তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে যোগ্যদের নাম নেই।

কিছুদিন আগেই কর্মশিক্ষা ও শারীরশিক্ষা ছাড়া ২০১৬-র উচ্চ প্রাথমিকের শূন্যপদে ১৪ হাজার ৩৩৯ শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়। 

উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পূজোর আগে উচ্চ প্রাথমিকে সাড়ে চোদ্দ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এমনকি দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হওয়ার প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী বলেন, মেধাই  সবচেয়ে বড় পরিচয়। কোনও লবি করার প্রয়োজন নেই। কোর্ট কেস ছিল বলে এতদিন আটকে ছিল।

মামলাকারীদের মূল অভিযোগ ছিল, ইন্টারভিউয়ের তালিকায় মোট নম্বরের উল্লেখ নেই। তার ফলে বেশি নম্বর পাওয়া অনেক প্রার্থীর নামই তালিকায় নেই। অন্যদিকে কম নম্বর পাওয়া অনেকের নামই তালিকায় ঠাঁই পেয়েছে।

বহু দিন ধরে মামলার জালে আটকে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া। এরপর ২০২০-এ পুরো প্যানেল বাতিল করে  নতুন ভাবে প্যানেল তৈরির নির্দেশ দেয় আদালত। ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হওয়ায় দ্রুতই নিয়োগ হবে বলেই আশাবাদী ছিলেন চাকরি প্রার্থীরা। তবে ফের মামলার জটে সাময়িক থমকে গেল নিয়োগ প্রক্রিয়া।মামলার পরবর্তী শুনানি ৯ জুলাই।