Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা সংক্রমণ ছড়ানোর ভয়ে কাটা হল একের পর এক বাঁশ গাছ!

করোনা সংক্রমণ ছড়ানোর ভয়ে কাটা হল একের পর এক বাঁশ গাছ!



কোভিড সংক্রমণ রুখতে বাঁশ গাছ কাটল প্রশাসন।করোনা সংক্রমণ  ছড়ানোর ভয়ে কাটা হল একের পর এক বাঁশ গাছ; অবাক হলেও এটাই সত্যি। 


অসমের (Assam) উদলগুড়ির স্থানীয় প্রশাসন সংক্রমণ ঠেকাতেই নাকি এমন উদ্যোগ নিয়েছে। উদলগুড়ি জেলার ট্যাঙলা শহরের স্থানীয় প্রশাসনই ওই এলাকার বেশ কিছু বাঁশ গাছ কাটার ব্যবস্থা করছে। 


আসলে এই গাছগুলিতেই নাকি বাসা বাঁধছে পাখিরা। আর সেই পাখি যদি কোনও ব্যক্তির উপর মলত্যাগ করে, তাহলে সেখান থেকেই ছড়াতে পারে কোভিড-১৯। 



এই আশঙ্কাতেই নকি বাঁশ গাছ (bamboo trees) কাটার সিদ্ধান্ত। শহরের বেশ কিছু জায়গায় বাঁশ বাগানে একের পর এক পাখি বাসা বাঁধার কারণেই আতঙ্ক বাড়ছে।


প্রশাসন গত ৮ জুন ট্যাঙলার এক ও দুই নম্বর ওয়ার্ডের পাঁচ বাসিন্দাকে চিঠি দিয়ে তাঁদের চত্বরের বাঁশ গাছগুলি কাটার নির্দেশ দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, তাঁদের এলাকার বাঁশের ঝোপে বিভিন্ন ধরনের পাখি বাসা বাঁধছে। তাদের মলত্যাগেই এলাকা নোংরা হচ্ছে। আর অপরিচ্ছন্নতার কারণে বাড়ছে করোনা সংক্রমণ। তাই ওই বাঁশঝাড়গুলি কেটে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে হবে। তবেই এই মারণ ভাইরাস থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে। 


বাঁশ গাছগুলি কাটার জন্য নির্দিষ্টি একটি সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের নির্দেশ উপেক্ষা করেই বাঁশঝাড়কে বহাল তবিয়তে রেখেছেন তাদের মালিক। তবে এতেও গাছ কাটা আটকানো যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code