Latest News

6/recent/ticker-posts

Ad Code

জুলাইয়ে ফলাফল, Single window system এ ভর্তি না ফলে পছন্দের বিষয়ে অনার্স পাবে না অনেক মেধাবী!

জুলাইয়ে ফলাফল, Single window system এ ভর্তি না ফলে পছন্দের বিষয়ে অনার্স পাবে না অনেক মেধাবী!  




জুলাইয়ে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। ইতিমধ্যে উচ্চমাধ্যমিকের ফলাফল বা মূল্যায়ন পদ্ধতি নিয়ে সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়ে দিয়েছেন।


এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন আগের মতো হচ্ছে না। যে একাদশ শ্রেণির পরীক্ষাকে কোনদিন গুরুত্ব দেওয়া হয়নি, সেই একাদশ শ্রেণির নাম্বারকে গুরুত্ব দেওয়ায় অনেক মেধাবী ছাত্রের নাম্বার উচ্চমাধ্যমিকে কমে আসবে। আবার ২ হাজারের বেশি বিদ্যালয় এই ঘোষণার পর একাদশের নাম্বার জমা দিয়েছে।


যদিও মুল্যায়নে সন্তুষ্ট না হলে পুনরায় পরীক্ষা দেবার সুযোগ রয়েছে, কিন্তু পরীক্ষা হবে পরের বছর, ফলে অনার্সে পছন্দের বিষয়ে ভর্তিতে সমস্যা হবে অনেকেরই।


আর এই সমস্যার কথা আঁচ করেই ছাত্র সংগঠন SFI এর কোচবিহার শাখা ইতিমধ্যে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে (PBU) একটি স্মারকলিপি জমা দিয়েছে। যেখানে তাঁদের দাবী-


"PBU এর অধীনস্থ সমস্ত কলেজ কে এক ছাতার তলায় নিয়ে এসে 'সিঙ্গেল ইউন্ডো সিস্টেম ' (Single window system) এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া পরিচালনা করা হোক।"


এতে ভর্তি তে খরচ, সীট ভ্যাকেন্ড করে রাখার প্রবনতা, দুর্নীতি সব টাই কমবে বলে মনে করে SFI. সংগঠনের পক্ষ থেকে জানা গিয়েছে - "কর্তৃপক্ষ বিষয়টি নির্দিষ্ট জায়গায় আলোচনা করবেন বলে জানিয়েছেন।"

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code