Latest News

6/recent/ticker-posts

Ad Code

Krrish এর ১৫ বছর পূর্তিতে নয়া ঘোষণা ঋত্বিকের, আসতে চলেছে Krrish 4

ক্রিশের (Krrish) ১৫ বছর পূর্তিতে নয়া ঘোষণা ঋত্বিকের। আসতে চলেছে ক্রিশ ৪ (Krrish4)। খুব শীঘ্রই শুরু হবে অভিনয়।




আজ ক্রিশ সিনেমার ১৫ বছর পূর্তিতে বলিউড সুপার স্টার ঋত্বিক একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন "অতীত সম্পূর্ণ হয়ে গেল। আসুন দেখি ভবিষ্যত কী নিয়ে আসে।" সাথে ক্রিশ ৪ (Krrish4) হ্যাশ ট্যাগের ব্যবহার করেছেন। আর এতেই বোঝা যাচ্ছে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ক্রিশ ৪ (Krrish4) এর শ্যুটিং।

কিন্তু কে হবে ক্রিশ ৪ (Krrish4) এর নায়িকা? ইতিমধ্যে ঋত্বিক ভক্তরা আওয়াজ তুলেছেন নোরা (nora fatehi) আর ঋত্বিককে (Hrithik Roshan) দেখতে চান ক্রিশ ৪ এ।

তবে কে হবে নায়িকা- তা জানা যাবে শ্যুটিং শুরু হলেই। তবে ক্রিশ ৪ এর জন্য ব্যাকুল হয়ে আছে সিনেমা প্রেমীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code