Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঐতিহাসিক জয় অভিষেক বর্মার, একমাত্র ভারতীয় পুরুষ তিরন্দাজ হিসেবে অন‍ন‍্য রেকর্ড গড়লেন

ঐতিহাসিক জয় অভিষেক বর্মার, একমাত্র ভারতীয় পুরুষ তিরন্দাজ হিসেবে অন‍ন‍্য রেকর্ড গড়লেন





প্যারিসে অনুষ্ঠিত বিশ্বকাপ স্টেজ-থ্রি'র কম্পাউন্ড ইভেন্টের ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন হলেন ভারতের অভিষেক বর্মা।তিরন্দাজি বিশ্বকাপে ঐতিহাসিক সোনা জয় অভিষেক বর্মার। শুট-অফে আমেরিকার ক্রিস স্কাফকে পরাজিত করে অভিষেক। 



২০১৫ সালে পোল্যান্ডের রকলওয়ে বিশ্বকাপের স্টেজ-থ্রি'র ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সোনা জিতেছিলেন অভিষেক। এই নিয়ে দুটি ব‍্যাক্তিগত ইভেন্টে সোনা জিতলেন তিনি। আর যা প্রথম পুরুষ হিসেবে এই রেকর্ডের অধিকারী অভিষেক। 



চলতি প্যারিস বিশ্বকাপে এটি ভারতের প্রথম সোনা। অভিষেক ও ক্রিসের ফাইনালের স্কোর ১৪৮-১৪৮ পয়েন্টে টাই হয়। শুট-অফে ১০-৯ ব্যবধানে জয় তুেল নেন অভিষেক।




২০১৮ সালে সল্ট লেক সিটিতে একটি রুপোর পদকও জিতেছেন তিনি।

অভিষেক ওয়ার্ল্ড কাপ ফাইনালসে কম্পাউন্ড তিরন্দাজির ব্যক্তিগত বিভাগে দু'টি পদক জিতেছেন। ২০১৫ সালে মেক্সিকো সিটিতে রুপো জেতেন তিনি। ২০১৮ সালে স্যামসুনে জেতেন ব্রোঞ্জ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code