Latest News

6/recent/ticker-posts

Ad Code

‘আ স্যুভেনিয়র ফর লাইফ’, কেন লিখলেন ত্রিধা?

 ‘আ স্যুভেনিয়র ফর লাইফ’, কেন লিখলেন ত্রিধা? 




সোশ‍্যাল মিডিয়া হট অবতারে বারে বারে কাপিয়ে তুলছেন ত্রিধা চৌধুরি। মেদহীন টান শরীরে নিজেকে উজার করে দিয়েছেন। বিভিন্ন পোশাকে আগুন ঝরাচ্ছেন। জল তাঁর প্রিয়। তাই বেড়ানোর ফাঁকে ফাঁকে বিকিনি বা মনোকিনিতেও সাহসী ছবি শেয়ার করতে দেখা গেছে তাঁকে। 





একাধিক হিন্দি সিরিয়াল ও ওয়েব সিরিজে অভিনয় করে যেমন আলোচনার কেন্দ্রবিন্দু তেমনি তাঁর অগণিত ভক্ত তাঁর ফ‍্যাশন লুক দেখতে ব‍্যস্ত। তবে বেশ কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দু অন‍্য কারণে। 





যশ-নুসরত-নিখিল ত্রিকোন টানাটানির মাঝেই চতুর্থ ব‍্যক্তি হয়ে উদয় হন তিনি। ত্রিধার ছবিতে ভালোবাসার রিঅ্যাক্ট দিয়ে নিখিল নতুন রসায়নের গুঞ্জন তৈরি করেছে। যদিও দুজনে প্রেমের সেই গুঞ্জনকে নেহাৎ গুঞ্জন বলেই অ্যাখা দিয়েছেন। 





সম্প্রতি একটি রিল ভিডিও পোস্ট করেন ত্রিধা তাঁর ইনস্টা হ্যান্ডেলে। সেখানে পায়ে বেড়াতে যাওয়ার ট্যাটু করেছেন। পাহাড়ের কোলে হারিয়ে যেতে চান ত্রিধা। লিখলেন, ‘আ স্যুভেনিয়র ফর লাইফ’।




তাঁর হাতে এখন বেশ কিছু কাজ থাকায় আপাতত মুম্বইয়ে ফিরেছেন। ‘আশ্রম’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে।

All Photo Credit: Tridha Chowdhury Instagram

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code