কোচবিহারের ৪০ টি স্কুল এখনো একাদশের নাম্বার পাঠায়নি, যার ৬০ % নাম্বার দিয়ে তৈরি হবে উচ্চমাধ্যমিকের ফলাফল





করোনার দ্বিতীয় ঢেউয়ের দরুন পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি উচ্চমাধ্যমিকের। ফলে কী করে মূল্যায়ন হবে তা নিয়ে নির্দেশিকা জারি করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে মাধ্যমিক, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং দ্বাদশের প্রজেক্ট বা ল্যাবের পরীক্ষার নাম্বার মিলে মূল্যায়নের কথা বলা হয়।

কাউন্সিল মূল্যায়নের পদ্ধতি নির্ধারণ করার পরে কিছু বিদ্যালয়কে জানিয়েছে যে, যে সমস্ত বিদ্যালয় এখনো একাদশ শ্রেণির নম্বর সংসদে জমা দেয়নি তারা অবশ্যই 23 শে জুনের মধ্যে একাদশ শ্রেণির নাম্বার যেনো পাঠায়।


এইসমস্ত বিদ্যালয়ের একটি তালিকাও প্রকাশ করেছে সংসদ যেখানে ২ হাজারের উপর স্কুলের নাম রয়েছে যারা এখনো একাদশ শ্রেণির নাম্বার পাঠায়নি। এর মধ্যে কোচবিহার জেলাতেই রয়েছে ৪০ টি বিদ্যালয়। 

দেখে নিন সেই তালিকা -