Latest News

6/recent/ticker-posts

Ad Code

৫০০ টাকার জাল নোট সহ ১ জনকে গ্রেপ্তার করলো সাহেবগঞ্জ থানা

৫০০ টাকার জাল নোট সহ ১ জনকে গ্রেপ্তার করলো সাহেবগঞ্জ থানা



সমীর হোসেন, সাহেবগঞ্জঃ 

নতুন ৫০০ টাকার জাল নোট সহ বৃহস্পতিবার রাত্রে একজনকে গ্রেপ্তার করলো সাহেবগঞ্জ থানা। 

জানা যায় দিনহাটা ২নম্বর ব্লকের কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের হোকদাহ এলাকায় এক দোকানে খরচ নিচ্ছিলেন এক ব্যক্তি। ঠিক সেই সময় তিনি দোকানদারকে ৫০০টাকার জাল নোট দেন । দোকানদার বুঝতে পারেন। 

আস্তে আস্তে লোক জমতে শুরু করে। এরপর স্থানীয়রা তাঁকে আটকে খবর দেয় সাহেবগঞ্জ থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ এবং ওই ব্যাক্তিকে গ্রেফতার করে নিয়ে আসে। 

গ্রেফতার হওয়া ব্যাক্তির নাম সফিকুল ইসলাম(৪৩),তার বাড়ি গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পিকনিধারা গ্রামে। 

সাহেবগঞ্জ থানার ওসি অ্যান্টনি হোড়ো জানান গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে ৫টি ভারতীয় ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে সেই ব্যাক্তির বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রজু করা হয়েছে।

তবে এই জাল নোট উদ্ধারের ঘটনায় সেই ব্যাক্তির সঙ্গে কেউ জড়িত আছে কিনা সেই ব্যাপারে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে সাহেব গঞ্জ থানার পুলিশ,এমনটাই জানিয়েছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code