'ভ্যাকসিন বণ্টনে যেন কোনও বৈষম্য না হয়,' কেন্দ্রকে বার্তা রাহুল গান্ধীর




করোনার তৃতীয় ঢেউ এবং গতকাল টিকাকরণ নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী কেন্দ্রকে বার্তা দিয়ে বলেন, “টিকাকরণই কোভিডের বিরুদ্ধে লড়ার একমাত্র হাতিয়ার। গণ টিকাকরণে ভাল কাজ হয়েছে। কিন্তু আরও পাহাড়প্রমাণ কাজ আমাদের সামনে। গণ টিকাকরণ প্রক্রিয়া আমাদের শেষ করতেই হবে। সমস্ত রাজ্যকে দেওয়া কেন্দ্রীয় সাহায্যের পরিমাণ যেন সমান হয়। ভ্যাকসিন বণ্টনে যেন কোনও বৈষম্য না হয়। ভাইরাস মিউটেশন হচ্ছে, ফলে সবাইকে ভ্যাকসিন দিতেই হবে।“ 




পাশাপাশি তিনি যোগ করেন, “আমি আগেই বলেছিলাম করোনার সঙ্গে লড়তে হলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। গত বছর যা ভুল হয়েছে, তা যেন ফের না হয়, সেই বিষয় সরকারকে সচেতন থাকতে হবে। সরকার তা থেকে শিক্ষা নিয়ে যদি কাজ করে, সেক্ষেত্রে সুবিধা হবে। সরকারের মানুষের কথা, বিশেষজ্ঞদের কথা শোনা উচিত। ভুল স্বীকার করে সরকারের কাজ করা উচিত।“