হীরার খোঁজে হাজার হাজার মানুষ কোদাল-বেলচা নিয়ে মাটি খুঁড়ে চলছে

হীরার খোঁজে হাজার হাজার মানুষ কোদাল-বেলচা নিয়ে মাটি খুঁড়ে চলছে





হীরার খোঁজে হাজার হাজার মানুষ কদাল-বেলচা নিয়ে মাটি খুঁড়ে চলছে। গল্প নয় সত্যি। দক্ষিণ আফ্রিকার [South Africa] এক গবাদি পশুর চারণ ভূমিতে সম্প্রতি এক ব্যক্তি পশু চরাতে গিয়ে খুঁজে পান হীরের [diamonds] মতন পাথর। আর তারপরেই দ্রুত গ্রামে ছড়িয়ে যায় হীরে পাওয়ার কথা।




দেখতে দেখতে কোয়াহ্লাথী [KwaHlathi village] গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষরা ভিড় করেন সেই চারণ ভূমিতে। মাটি খুরতে শুরু করেন তারা। এর মধ্যে অনেকের ভাগ্যেই জুটে যায় হীরের মতন পাথর।



তবে, স্থানীয় সরকারের একটি প্রতিবেদনে এখন বলা হয়েছে যে চকচকে পাথরগুলি আসলে কোয়ার্টজ [quartz] ছিল, হীরা [diamonds] নয়।

অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটন বিষয়ক প্রাদেশিক নির্বাহী কাউন্সিল সদস্য রবি পিলে রোববার একটি সংবাদমাধ্যম বলেন, পাথরগুলি আসলে কোয়ার্টজ স্ফটিক, যা হীরার থেকে অনেক কম মূল্যবান।

Post a Comment

thanks