ফিক্সড ডিপোজিট (FD) থেকে নামমাত্র সুদে ওভারড্রাফট (OD) নেওয়ার সুবিধা দিচ্ছেজানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেড 




14 জুন, ২০২১ : কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সারা ভারতের সব গ্রাহককে ফিক্সড ডিপোজিট (FD) থেকে নামমাত্র সুদে ওভারড্রাফট (OD) নেওয়ার সুবিধা দিচ্ছে। এই সুবিধায় সুদের হার FD-র সুদের হারের উপর ০.২৫ শতাংশ, ৫০% শতাংশ বা তার বেশি ইউটিলাইজেশন সমেত। এই সুবিধা অনুযায়ী, FD মূল্যে ৯০ শতাংশ পর্যন্ত OD হিসাবে নেওয়া যাবে। বর্তমান গ্রাহকদের জন্য এই বিশেষ হার বজায় থাকবে ৩১শে ডিসেম্বর ২০২১ পর্যন্ত। গ্রাহকদের এর জন্য আবেদন করতে বলা হচ্ছে ৩০শে জুন ২০২১-এর আগে।




কাঁচা টাকার প্রয়োজন মেটাতে FD ভেঙে ফেলার বদলে গ্রাহকরা এই সুবিধা গ্রহণ করতে পারেন। ব্যাঙ্ক জোর দিয়ে বলেছে যে গ্রাহকরা তাঁদের ফিক্সড ডিপোজিটে প্রযোজ্য হারেই সুদ পেতে থাকবেন। তাঁরা OD বাবদ পেমেন্ট নিজের পছন্দমত করতে পারেন। অর্থাৎ থোক টাকা হিসাবে অথবা কয়েকটা কিস্তিতে। তার জন্য জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক কোন প্রসেসিং ফি নেবে না। এই সুবিধা কিছু সহজ প্রমাণপত্র দিয়ে দ্রুত পাওয়া যাবে।

এই ব্যবস্থা সম্পর্কে শ্রী অজয় কানওয়াল, এমডি অ্যান্ড সিইও, জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেড বললেন, “লকডাউন উঠে যাওয়ার সময়ে এই ব্যবস্থা আমাদের গ্রাহকদের ব্যবসায়িক বা ব্যক্তিগত প্রয়োজনে নিজেদের জমা টাকায় হাত না দিয়ে ঋণ পেতে সাহায্য করবে। তাই আমরা সচেতনভাবে FD-র সুদের হারের উপর সর্বনিম্ন ০.২৫ শতাংশ সুদ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা মনে করছি এটাই সময়ের দাবি।”

এই সুবিধা নেওয়ার জন্য ব্যাঙ্কে OD FD-তে জমা টাকার পরিমাণ ন্যূনতম ১০,০০০ টাকা এবং FD-র সময়সীমা ১৮০ দিন বা তার বেশি হতে হবে। গ্রাহক টাকাটা জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের যে কোন চালু পদ্ধতিতেই তুলতে পারেন, অর্থাৎ অনলাইন, চেক ইত্যাদি।