পিএফ দফতরের নির্দেশিকা অনুসারে, কর্মীর অংশের জমা টাকার সঙ্গে সংস্থার দেয় টাকা যােগ করে আধার সংযুক্তির পরেই তা পিএফে কর্মীর অ্যাকাউন্টে জমা দিতে পারবে নিয়ােগকারী। তবে টাকা জমা -পড়লেও তার সুদ থেকে বঞ্চিত হবেন না সংশ্লিষ্ট কর্মী। তা মেটাবে পিএফ দফতরই। তবে যত দিন আধার যুক্ত হচ্ছে, তত দিন পিএফ থেকে আগাম বাবদ বা অবসরের পর টাকা তােলা-সহ কোনও পরিষেবা কর্মীরা পাবেন না। এই ব্যবস্থা চালু হয়েছে ১ জুন থেকে।
সাধারণত নিয়ম অনুযায়ী, ১ জুন থেকে পিএফ-এ কর্মীর অংশের কাটা টাকার সঙ্গে সংস্থার দেয় টাকা যােগ করে ১৫ জুলাইয়ের মধ্যে পএফ দফতরে ইলেকট্রনিক চালান কাম রিটার্ন (ইসিআর) ব্যবস্থায় জমা দেওয়ার কথা নিয়ােগকারীর। কিন্তু নতুন নিয়মে কর্মীর ইউএএনের সঙ্গে আধার কার্ড যুক্ত না-থাকলে সেই টাকা আর আপনা থেকে জমা পড়বে না।
আর এই আধার কার্ড সংযুক্তিকরণের জন্য অনেকে দুশ্চিন্তায় ভুগছেন। দুশ্চিন্তা না করে খুব সহজে UMANG -এর সাহায্য নিতে পারবেন আপনি। এই অ্যাপের মাধ্যমে আধার, পিএফ, পেনশন সহ বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়া যায়। ইপিএফও ওয়েবসাইটে থাকা পিএফ অ্যাকাউন্টের সঙ্গেই এই আধার সংযুক্তিকরণ সম্ভব।
কিভাবে অ্যাপের মাধ্যমে এই লিংক করবেন জেনে নিন:
- গুগল প্লে স্টোরে গিয়ে UMANG অ্যাপ ডাউনলোড করুন।
- অ্যাপে একাধিক পরিষেবা পাওয়া যায়। এই অ্যাপে গিয়ে EPFO লিংকে ক্লিক করুন।
- এরপর ‘eKYC Services’ ট্যাবে ক্লিক করতে হবে।
- এরপর ‘Aadhaar Seeding’ অপশনে ক্লিক করতে হবে।
- সেখানে গিয়ে আপনাকে UAN নম্বরটি দিতে হবে। UAN রেজিস্টারড মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। আধার নম্বর দেওয়ার পর ওটিপি ব্যবহার করে ভেরিফাই করতে হবে।
ইপিএফও (epfo) ওয়েবসাইটের মাধ্যমেও আধার লিংক করবেন কি করে?
- যেতে হবে ইপিএফও-র ওয়েবসাইট www.epfindia.gov.in
- ‘ফর এমপ্লয়ি’-তে ক্লিক করতে হবে।
- এখান থেকে ‘সার্ভিসেস' এ ক্লিক করতে হবে।
- সেখানে ‘মেম্বার ইউএএন/ অনলাইন সার্ভিস (ওসিএস, ওটিসিপি) লেখায় ক্লিক করতে হবে। [ দেখা যাবে ‘মেম্বার ই-সেবা'।
- এখানে কর্মীকে তাঁর নিজের ইউএএন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।
- এর পরেই নির্দিষ্ট জায়গায় আধার কার্ডের তথ্য বসিয়ে সাবমিট বােতাম টিপতে হবে।
1 মন্তব্যসমূহ
খুব ভালো ।।
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊