Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনায় প্রয়াত জি২৪ ঘণ্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়

করোনায় প্রয়াত জি২৪ ঘণ্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়



করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিক জীবনে ইতি টেনে পৃথিবীর মায়া ত্যাগ করলেন জি২৪ ঘণ্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর প্রথমে ভেন্টিলেশনে তারপর একমো-তে ছিলেন তিনি। রবিবার রাত ৯টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার সাংবাদিক মহল।


আনন্দবাজার পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু হয় তাঁর। বাংলা বিভাগের একজন ভালো ছাত্র ছিলেন তিনি। প্রেসিডেন্সিতে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর। ফার্স্ট ক্লাস ফার্স্ট। আনন্দ বাজার পত্রিকায় সাংবাদিকতা করার পর যোগ দেন ইটিভি-তে এরপর আকাশ বাংলা হয়ে জি২৪-র সাথে যুক্ত হন তিনি। তাঁর মৃত্যু বাংলায় সংবাদ মাধ্যমের এক বিরাট ক্ষতি। 



গত ১৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে অঞ্জন বন্দ্যোপাধ্যায় ভর্তি হয়েছিলেন বেসরকারি হাসপাতালে। ফুসফুসের সংক্রমণের জেরে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। শেষরক্ষা হল না। সমাপ্তি হল একটা যুগের। বাংলার একজন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দোপাধ‍্যায়ের মৃত‍্যুতে গভীরভাবে শোকাহত সংবাদ একলব‍্য-এর পরিবার। 


অঞ্জন বন্দোপাধ‍্যায়ের মৃত‍্যুতে শোক প্রকাশ করেছে বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় ও রাজ‍্যপাল জগদীপ ধনকড়। ফেসবুকে মুখ‍্যমন্ত্রী লেখেন, “প্রখ্যাত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ। সদ্য সমাপ্ত নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন, এমন বহু সাংবাদিককে আমরা হারিয়েছি। ওঁর পরিবার, সহকর্মীদের শোক জানানোর মতো ভাষা নেই। মা, স্ত্রী অদিতি, মেয়ে তিতলি এবং দাদা তথা রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রেখে গেলেন।”



রাজ‍্যপাল লেখেন,  “Zee ২৪ ঘণ্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকাহত। সাংবাদিকতার জগতে এ এক অপূরণীয় ক্ষতি। ওঁর বিদেয়ী আত্মার শান্তি কামনা করি।”

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code