Latest News

6/recent/ticker-posts

Ad Code

ব্যাংক নোট প্রেস বিএনপি-তে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, আজই আবেদন করুন

ব্যাংক নোট প্রেস বিএনপি-তে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, আজই আবেদন করুন 



Bank Note Press (BNP), Madhya Pradesh

ব্যাংক নোট প্রেস বিএনপি, দেওয়াস মধ্য প্রদেশ সম্প্রতি বিভিন্ন পোস্টে নিয়োগ এর জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। গত ১২ই মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চলবে আগামী ১১ই জুন পর্যন্ত। সাধারন ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি ৬০০ টাকা এবং এসি, এসটি ও শারীরিক ভাবে অক্ষম এবং এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা। মোট ১৩৫টি শূন্যপদে নিয়োগ করবে বিএনপি।




পোস্ট ও অন্যান্য তথ্য বিস্তারিত জানতে নজর দিন অফিশিয়াল বিজ্ঞপ্তিতে-




পরীক্ষা কেন্দ্র-

মধ্যপ্রদেশ - ভোপাল, জবলপুর

দিল্লী- দিল্লী

মহারাষ্ট্র- মুম্বাই

পশ্চিমবঙ্গ - কলকাতা

অন্ধ্রপ্রদেশ - হায়দ্রাবাদ

কর্ণাটক - ব্যাঙ্গালর


আবেদন করতে ক্লিক করুন- Apply Now

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code