Latest News

6/recent/ticker-posts

Ad Code

BREAKING NEWS: আংশিক লকডাউনে কোন দোকানগুলিকে ছাড়? নয়া বিজ্ঞপ্তি জারি করে জানালো নবান্ন

BREAKING NEWS: আংশিক লকডাউনে কোন দোকানগুলিকে ছাড় নয়া বিজ্ঞপ্তি জারি করে জানালো নবান্ন





রাজ্যের করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন সকলেই। এমন পরিস্থিতিতে সংক্রমণে রাশ টানের চেষ্টায় গতকাল আংশিক লক ডাউন জারি করেছে রাজ্য। বেঁধে দেওয়া হয়েছে দোকান পাঠ বাজার খোলার সময়। গতকাল রাজ্যের তরফে জারি বিবৃতিতে জানানো হয় সকাল ৭টা থেকে ১০টা ও বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাজার হাট খোলা থাকবে। তবে ঔষধ, ঔষধ সরঞ্জাম ও মুদির দোকানের ক্ষেত্রে এনিয়মের বাইরে। এরপরেই একপ্রকার সংশয় তৈরি হয়।



কী কী দোকান নির্ধারিত সময়সীমার বাইরে খোলা থাকবে নিয়ে চলছে চর্চা। অবশেষে আজ ফের এক নয়া বিজ্ঞপ্তিতে নবান্ন কোন কোন দোকান নির্ধারিত সময়ের বাইরেও খোলা যাবে তা স্পষ্ট জানিয়ে দিল নবান্ন। শনিবার বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার স্পষ্ট করল, স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা, বিদ্যুৎ, টেলিকম, যানবাহন, মুদি খানা, মিষ্টির দোকান, মাংসের দোকান, দুধ সরবরাহ ইত্যাদি দোকান বিধিনিষেধের বাইরে থাকছে।



তবে প্রত্যেক ক্ষেত্রেই মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা বাধ্যতামূলক। এদিকে বিয়েবাড়ি ও পারিবারিক অনুষ্ঠানেও জারি করা হল বিধিনিষেধ। ন্যূনতম অতিথির উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন করতে হবে ৫০-র বেশি অতিথিকে ডাকা যাবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code