আগামীকাল বিধানসভা নির্বাচনের ফলের LIVE UPDATE জানবেন কি করে? জেনে নিন বিস্তারিত
আগামীকাল পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের বিধানসভার ফল ঘোষণার পাশাপাশি সারা দেশের মোট ৮২২টি বিধানসভা আসনের ফল ঘোষণা হবে। গণনা শুরু হবে সকাল আটটা থেকে। আর সকাল আটটা থেকেই নির্বাচনের লাইভ আপডেট জানতে নিশ্চয় আপনি কৌতূহল। তবে ফল জানতে কোথায় চোখ রাখবেন তা আপনাকে জানতে হবে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলের লাইভ আপডেট জানতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে।
ওয়েবসাইট- www.sangbadekalavya.in
পাশাপাশি নজর রাখুন আমাদের ফেসবুক পেজ। ফেসবুক পেজেও পাবেন আপডেট।
ফেসবুক পেজ- https://www.facebook.com/sangbadekalavya/
এছাড়াও, নির্বাচনী ফলাফলের লাইভ আপডেট ও অন্যান্য খবর পেতে যুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ, টুইটার, ইন্সটাগ্রাম, কু, টেলিগ্রামে যুক্ত হন।
টুইটার (Twitter): Twitter
ইন্সটাগ্রাম (Instagram): Instagram
কু (Koo): Koo
টেলিগ্রাম (Telegram): Telegram
এছাড়াও, নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও আপনি বিধানসভা নির্বাচনের ফল জানতে পারবেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ফল জানবেন যেভাবে-
এছাড়াও, নির্বাচন কমিশনের অফিশিয়াল অ্যাপেও ভোটের ফল জানা যাবে। এরজন্য গুগল প্লে স্টোরে Voter Helpline app ডাউনলোড করে নিন। এরপর অ্যাপ খুলে প্রয়োজনী তথ্য দিয়ে আপনি নির্বাচনের লাইভ আপডেট জানতে পারবেন। অ্যাপে নিজের নাম রেজিস্টার করতে পারেন বা নাও পারেন। স্কিপ করে গেলেও Results অপশনটি দেখাবে।
এছাড়াও, নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও আপনি বিধানসভা নির্বাচনের ফল জানতে পারবেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ফল জানবেন যেভাবে-
- https://results.eci.gov.in/ সাইটে ক্লিক করুন
- ‘General assembly Elections 2021’-এ গিয়ে ক্লিক করুন
- এরপর একটা নতুন উইন্ডো খুলবে সেখানে রাজ্য বেছে নিতে হবে
- সেখানেই জানা যাবে নির্বাচনের লাইভ আপডেট।
এছাড়াও, নির্বাচন কমিশনের অফিশিয়াল অ্যাপেও ভোটের ফল জানা যাবে। এরজন্য গুগল প্লে স্টোরে Voter Helpline app ডাউনলোড করে নিন। এরপর অ্যাপ খুলে প্রয়োজনী তথ্য দিয়ে আপনি নির্বাচনের লাইভ আপডেট জানতে পারবেন। অ্যাপে নিজের নাম রেজিস্টার করতে পারেন বা নাও পারেন। স্কিপ করে গেলেও Results অপশনটি দেখাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊