নারদা মামলায় নাটকীয় মোড়, মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে যুক্ত করল CBI






নারদা মামলায় নাটকীয় মোড়। এবার নারদা মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পক্ষ করল সিবিআই। আজ কলকাতা হাইকোর্টে নারদ কাণ্ডের জোড়া মামলার শুনানি। একদিকে সিবিআই এই মামলা স্থানান্তরের দাবি জানিয়েছে সেই মামলার শুনানি অন‍্যদিকে ধৃত চার হেভিওয়েট নেতার তরফে জামিনের ওপর স্থগিতাদেশের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। তারও শুনানি হবে এদিনই।




কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা নারদ মামলাকে অন্য রাজ্যে সরানোর জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সেই মামলায় অন্যতম পক্ষ করা হল মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে। বুধবার এই মর্মে সিবিআইয়ের তরফে তাঁদের নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। ওয়াকিবহাল মহল বলছে, মুখ্যমন্ত্রী-সহ বাকিদের এই মামলায় যুক্ত করা না হলে সিবিআইয়ের দাবির ভিত্তি থাকত না। তাই এই পদক্ষেপ




সোমবার, রাজ‍্য শাসকদল তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক মদন মিত্র, দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ‍্যায় ও ফিরহাদ হাকিম এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ‍্যায়কে গ্রেফতার করে সিবিআই। এরপরেই রাজ‍্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কর্মী সমর্থকরা। নিজাম প‍্যালেসে পৌঁছে যান স্বয়ং মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। সেখানে দীর্ঘ ঘণ্টা ৬ ঘণ্টা কাটান মুখ্যমন্ত্রী। অন্যদিকে শুনানি চলাকালীন আদালতে বসেছিলেন আইনমন্ত্রী-সহ একাধিক মন্ত্রী। এই উপস্থিতি বিচারব্যবস্থাকে প্রভাবিত করছে বলে হাই কোর্টে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। এর ভিত্তিতেই মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করে সিবিআই। ওয়াকিবহাল মহল বলছে, মুখ্যমন্ত্রী-সহ বাকিদের এই মামলায় যুক্ত করা না হলে সিবিআইয়ের দাবির ভিত্তি থাকত না। তাই এই পদক্ষেপ।


আজ বেলা দুইটা নাগাদ হাইকোর্টে দুই মামলার শুনানি হতে চলেছে বলে খবর।