Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও দক্ষিনবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও দক্ষিনবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের 




আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি -- এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।




আগামী ৪৮ ঘন্টা শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিনবঙ্গের জেলা গুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 




আবহাওয়া দপ্তর সূত্র জানাচ্ছে, মধ‍্যপ্রদেশ থেকে তৈরি একটি ঘূর্নাবাত অক্ষরেখা ধরে ত্রিপুরা ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে ফলে প্রচুর জলীয়বাষ্প ঢুকেছে রাজ‍্যে। 



উত্তরবঙ্গের সাথে সাথে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি এবং সিকিমেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১০ই মে পর্যন্ত। রবি ও সোমবার আসাম ও মেঘালয়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বিহার ঝাড়খন্ড ওড়িশার মত পূর্ব ভারতের রাজ্যগুলিতেও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code