'সঙ্গম করতে যেতে হবে' লকডাউন ই-পাসের আবেদন এক ব‍্যক্তির 
প্রতিকী ছবি - ইন্টারনেট থেকে নেওয়া




করোনা সংক্রমণের জের দেশের বিভিন্ন রাজ‍্যে আংশিক লক ডাউন কিংবা পূর্ণ লকডাউনের পথে হেঁটেছে রাজ‍্য সরকারগুলি। সংক্রমণের রাশ টানতে কেরলেও জারি হয়েছে লকডাউন। বাইরে কোথাও যেতে হলে ই-পাস নেওয়া জরুরী। সম্প্রতি এই লকডাউনে কান্নুরের কান্নাপুরমের এক বাসিন্দা ‘যৌন সম্পর্কের জন্য’ ই-পাসের আবেদন করেছে পুলিশে। ই-পাস নিয়ে সন্ধ‍্যায় তিনি যেতে চান। 




লকডাউনের জের বন্ধ সবকিছু। কিন্তু বন্ধ থাকতে পারে কি যৌন চাহিদা। এমনটাই গুঞ্জন হচ্ছিল বোধ হয়। অবশেষে এই ই-পাস আবেদন করার পরেই পুলিস কমিশনারকে জানানো হয়। ওই ব্যক্তিকে খুঁজে বের করেন বালাপট্টনম থানার পুলিস। কেন এই আবেদন, জানতে চায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। 




জানা যাচ্ছে, ওই ব‍্যক্তি জানিয়েছেন যে অটো টাইপিং-র জন‍্য ভুল বশত ছি ঘটনা ঘটে। আসলে তিনি লিখতে চেয়েছেন 'সিক্স ও ক্লক'। অটো টাইপিং-র জন‍্য সিক্স কথাটি সেক্স হয়ে যায় আর তাতেই বিপত্তি। এই ঘটনা তার চোখেও পড়েনি বলে জানিয়েছে সে। কেরলের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন ওই ব্যক্তি।