বিধানসভার অধিবেশন বয়কট বিজেপির, স্পিকার নির্বাচনের দিনেও বয়কট! 





রাজ‍্য বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর রাজ‍্যজুড়ে হিংসার জেরে বিধানসভা অধিবেশন বয়কট করলো বিজেপি। বিজেপির পরিষদীয় বৈঠকে 'যতদিন ভোট পরবর্তী হিংসা বন্ধ হচ্ছে না ততদিন কোনো বিজেপি বিধায়ক বিধানসভায় যাবেন না' এমনি সিদ্ধান্ত হয়েছে জানালেন বিজেপি সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। 




শনিবার রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচন। সেই নির্বাচনে অংশ নেবেন না বিজেপি বিধায়করা। এমনটাই জানা যাচ্ছে বিজেপি শিবির সূত্রে। গেরুয়া শিবিরের দাবি, রাজ্যে রাজনৈতিক হিংসাকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ চলছে তা যতদিন না বদল হয় ততদিন তারা ওই ধরনের কোনও কর্মসূচিতে যাবেন না।




জানা যাচ্ছে, শুক্রবার বিধানসভায় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন বিজেপি রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ। বৈঠকে শুভেন্দু অধিকারী, মুকুল রায় অনুপস্থিত থাকলেও বৈঠকে বিধানসভা অধিবেশন বয়কটের সিদ্ধান্ত হয়। আগামিকাল স্পিকার নির্বাচনে দলের কোনও বিধায়কই অংশ নেবেন না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।