অবশেষে সরকারি সাহায‍্য নিতে রাজি ভোটের দিন মৃত শীতলকুচির বিজেপি কর্মীর পরিবার 




চতুর্থ দফার ভোটে রণক্ষেত্রের চেহারা নেয় কোচবিহারের শীতলকুচি। ভোটের দিন সকালেই দুস্কৃতিদের হাতে প্রাণ হারান আনন্দ বর্মন নামে এক বিজেপি কর্মী। প্রথমে, আনন্দ বর্মনের পরিবারের তরফে সরকারি সাহায‍্য না নেওয়ার কথা জানালেও এবার সরকারি সাহায‍্য তারা নিতে রাজি বলেই জানা যাচ্ছে। 


রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরিও দেওয়া হবে বলে জানান। এরপর, এদিন তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের সঙ্গে দেখা করে নিহত বিজেপি কর্মীর পরিবার।


নিহত আনন্দ বর্মণের দাদা গোবিন্দ বর্মণ জানান, মুখ্যমন্ত্রী গতকাল যে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন, তা নিতে রাজি। সরকারের দেওয়া চাকরির প্রস্তাবও গ্রহণ করতে রাজি তাঁরা। 


এদিন পার্থ প্রতিম রায় ছক সোশ‍্যাল বার্তায় জানান, গত ১০ এপ্রিল শীতলখুচির পাঠানটুলিতে নির্বাচনের দিন গুলিতে নিহত হয় আনন্দ বর্মন। আজ নিহত আনন্দ বর্মনের মা বাসন্তী বর্মন, দাদা গৌতম বর্মন এসেছিল আমার কাছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তারা কৃতজ্ঞতা জানিয়েছি পাশে থাকার জন্য।


এদিকে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলকুচির অপর এক বুথে চার জনের মৃত‍্যু নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। ইতিমধ‍্যে, এই গুলিকাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ডিআইজি সিআইডি স্পেশাল কল্যাণ মুখোপাধ্যায়ের নেতৃত্ব গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট তদন্ত করছে। জানা যাচ্ছে, মাথাভাঙার আইসিকে তলব করেছে সিআইডি। ভবানীভবনে সোমবার সকাল দশটায় হাজির হতে বলা হয়েছে বলেই সূত্রের খবর।