জো বাটলারের বিধ্বংসী শতরানে ভর করে হায়দ্রাবাদের বিরুদ্ধে বিরাট জয় রাজস্থানের
আইপিএল ক্যারিয়ারের প্রথম শতরান, যার সুবাদে জয় পেলো নিজের দল রাজস্থান রয়্যালস। এর থেকে খুশির খবর আর কি হতে পারে জো বাটলারের কাছে। তাঁর শতরানে ভর করেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৫৫ রানের ব্যবধানে জয়ী হল রাজস্থান।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়াল (১৩ বলে ১২) দ্রুত আউট হয়ে গেলে অধিনায়ক স্যামসনের সাথে জুটি বেঁধে দলকে বড়ো রান তুলতে সাহায্য করেন বাটলার। স্যামসন (৩৩ বলে ৪৮) নিজের অর্ধশতরান না পেলেও দুর্দান্ত শতরান করেন বাটলার। ৮টি ছয় ও ১১টি চারের সাহায্যে মাত্র ৬৪ বলে ১২৪ রানের দৃষ্টিনন্দন শতরান করেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২২০ রান তোলে রাজস্থান।
বিশাল রান তাড়া করতে নেমে সেভাবে ব্যাটে ঝড় তুলতে পারেনি ওয়ার্নারহীন হায়দ্রাবাদ ব্যাটিং লাইনআপ। রাজস্থান বোলিংয়ের সামনে সর্বোচ্চ রান মনীশ পান্ডের (২০ বলে ৩১)। এছাড়া বলার মতো রান পেয়েছেন বেয়ারস্টো (২১ বলে ৩০), কেন উইলিয়ামসন (২১ বলে ২০), কেদার যাদব (১৯ বলে ১৯) রা। রাজস্থানের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন ক্রিস মরিস এবং মুস্তাফিজুর রহমান।
ম্যাচের সেরা হয়েছেন শতরানকারী জো বাটলার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊