বাংলায় তৃণমূলের বিরাট জয়ের পর শুভেচ্ছা মোদীর, দিলেন বিশেষ বার্তাও





বাংলায় কার্যত সবুজ ঝড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিপুল সিট নিয়ে বাংলার নীল বাড়ি দখলের আগেই তৃণমূলের জয় নিশ্চিত বুঝে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও, বাংলায় পদ্ম ফোঁটাতে ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু অবশেষে ব্যর্থ। জনগণ রায় দিয়েছে তৃনমূলকেই। বাংলায় মমতাকে হারাতে এসে যে 'দিদি' বলে আক্রমণ শানিয়েছিলেন মোদী এবার সেই 'দিদি' সম্বোধনে শুভেচ্ছা জানালেন মোদী।



তাঁর বার্তা,''পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়ের জন্য মমতা দিদিকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলার মানুষের স্বপ্নপূরণ ও কোভিড মোকাবিলায় সবরকম সহযোগিতা করবে কেন্দ্র।''



এরপর ওপর একটি টুইটে মোদী জানান, ''দলকে আর্শীবাদ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের ধন্যবাদ জানাচ্ছি। আগে বিজেপির তেমন শক্তি ছিল না। তা তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। মানুষের সেবা করে চলবে বিজেপি। সকল কর্মীদের সাধুবাদ জানাচ্ছি।''