চল্লিশ পেরিয়েও সাহসী রাইমা, টপলেসে লেন্সবন্দি 




নেট পাড়ায় ভাইরাল রাইমা সেনের বোল্ড লুক। এই প্রথম নয় একাধিকবার নিজের হট ছবি নিজেই শেয়ার করেছেন রাইমা সেন। চল্লিশ পেরিয়েও সাহসী সুচিত্রার নাতনি। টপলেস ছবি শেয়ার করেছেন মুনমুন কন্যা। 



বয়স হয়েছে চল্লিশ। কিন্তু বয়সের ছাপ পড়েনি শরীরে। চল্লিশ পেড়িয়েও তাঁর সাহসী ছবি নজর কেড়েছে দর্শকদের মনে। টানটান ফিগার, মোহময়ীর দৃষ্টি লাস্যময়ী রাইমার লুকে কুপোকাত আপামর ভক্তগন।



উন্মুক্ত পিঠে এক সুন্দর চেয়ে থাকা লুকে ধরা দিলেন রাইমা। শরীররে একটুকু কাপড়ও নেই। চোখে গাঢ় কাজল, খোলা চুল, বিখ্যাত ফোটোগ্রাফার তথাগত ঘোষের লেন্সবন্দি তিনি। বর্তমানে হট লুকে পোস্ট করা রাইমার একাধিক ছবি ভাইরাল নেট দুনিয়ায়।





হট লুকে ছবির জেরে যেমন প্রশংসা কুড়িয়েছেন তেমনই অনেকের কুকথার সামনেও পড়েছেন কিন্তু কোনও কিছু তোয়াক্কা করেন না রাইমা। তিনি আপনা মর্জির মালিক।নিজের ইচ্ছেমত নিজেকে সাজিয়ে তোলেন তিনি। তাঁর একাধিক হট ছবি নেট পাড়ায় কাপিয়ে বেড়ায়।