আমফানের চেয়ে কি কম শক্তিশালী হবে ঘূর্ণিঝড় ইয়াস? কি বলছে আবহাওয়া দপ্তর
২৬শে মে আছরে বঙ্গে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। তবে ইয়াস ঘূর্ণিঝড় গত বছর এমন সময়েই আছড়ে পড়া আম্ফানের মতো তীব্র হওয়ার কোনও সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কলকাতা আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জিকে দাসের কথায়, প্রবল শক্তি নিয়ে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে ইয়াস। তবে ইয়াসের সঙ্গে আম্ফানের তীব্রতার মিল অসম্ভব বলেই মনে করা হচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৫ তারিখ থেকে শুরু হবে বৃষ্টি। ২৬ তারিখ থেকে শুরু হবে ভারী বৃষ্টি। ২৫ তারিখ ৭০ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া। ২৬শে মে সর্বাধিক ৮০ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া। ২৬ শে মে পূর্বদিকে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটারে পৌঁছে যাবে। সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি কাছে আসার সাথে সাথে, বাতাসের গতি আরও বাড়তে পারে এবং প্রতি ঘন্টা প্রায় ১২০ কিলোমিটার অবধি থাকতে পারে।.
গত বছর ২০ই মে রাজ্যে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আম্ফান। ১৫৫ - ১৬৫ কিমি বেগে আছড়ে পড়ে ১৮৫ কিমি বেগ পর্যন্ত হাওয়া বয়েছিল। আম্ফানের দাপটে রাজ্যের ৬ জেলায় ৯৮ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকটি জেলা বিপুলভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল।
ইতিমধ্যে ইয়াস মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য। গঠিত হয়েছে বিপর্যয় মোকাবিলার একাধিক গ্রুপ। সমুদ্রে থাকা মৎসজীবিদের ফিরে আসতে বলা হয়েছে। সতর্কতা অবলম্বনে চলছে প্রচার। সরানো হচ্ছে উপকূলবর্তী মানুষকে। একদম কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন। নবান্নে তৈরি হয়েছে কন্ট্রোল রুম। যেখানে রাতভর কন্ট্রোল রুমে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊