ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম




দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর দফায় দফায় বেড়েই চলছে পেট্রোল ডিজেলের দাম। প্রতিদিনই নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে জ্বালানির দাম। গতকাল দামের পরিবর্তন না হলেও নির্বাচনের পর থেকে ঊর্ধমুখী পেট্রোল-ডিজেলের দাম। বাড়ছে জ্বালানির মূল্য।


কলকাতায় লিটারপ্রতি ২৮ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯২ টাকা ৪৪ পয়সা।

লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে কলকাতায় লিটারপ্রতি ৮৫ টাকা ৭৯ পয়সা হয়েছে ডিজেলের দাম।

গত ১০ই মে থেকে লাগাতার দাম বৃদ্ধি চলছেই । শুধু মাঝখানে ১৩ই মে অপরিবর্তিত ছিল দাম।


২৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু সহ পুদুচেরিতে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর ২৭শে ফেব্রুয়ারি দাম বাড়ে জ্বালানির এরপর দুই মাসের বিরতির পর ফের বাড়তে শুরু করেছে পেট্রোল ও ডিজেলের দাম।


করোনায় বিপর্যস্ত দেশ। এই পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। বেহাল হতে শুরু করেছে অর্থনীতি। বহু মানুষ কাজ হারিয়েছেন। না খেয়ে কিংবা কারও সাহায্যে খেয়ে দিন কাটাচ্ছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। ফলে মাথায় হাত জনসাধারণের।