মমতার শপথের দিনক্ষণ ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়

মমতার শপথের দিনক্ষণ ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়





২রা মে রাজ্য বিধানসভার ফল প্রকাশ হয়েছে। সারা রাজ্য জুড়ে ঘাসফুলের জয়জয়কারের পর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার শপথ বাক্য পাঠ করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া দেখার অপেক্ষায়। সেই অপেক্ষার অবসান ঘটালেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। আজ সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়া থেকে নব নির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠের দিনক্ষণ ঘোষণা করেন তিনি।



রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্যর পর তৃণমূলের পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ই মে সম্ভবত শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ৬ মে শপথ গ্রহণ করবেন নতুন বিধায়করা। প্রোটেম স্পিকার হিসেবে বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন বিমান বন্দ্যোপাধ্যায়।


পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, দলের নব নির্বাচিত বিধায়করা সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূলের পরিষদীয় দলের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন। আমরা চাইছি, তিনি ৫ মে তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিন।



এই নিয়ে পরপর তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ