ফের উত্তপ্ত শীতলকুচি- রাজনৈতিক সন্ত্রাসে প্রাণ হারালেন মানিক মৈত্র
দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল শীতলকুচি 262 নম্বর বুথের মানিক মৈত্রের। মানিক মৈত্রের কাকা জানান, 'আজ সকালে সাড়ে দশটা নাগাদ ওই এলাকায় রাজনৈতিক সংঘর্ষ চলছিল। তা দেখতে গিয়েই গুলি লাগে মানিক মৈত্রের।
মানিক মৈত্রকে তৎক্ষণাৎ দিনহাটা হাসপাতাল এর উদ্দেশ্যে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
মানিক মৈত্র কোন রাজনীতির সাথে যুক্ত ছিলেন না বলে তার পরিবারের পক্ষ থেকে জানা যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
প্রসঙ্গত ১০ এপ্রিল নির্বাচনের দিন উত্তপ্ত হয়ে উঠে শিতলকুচি। মোট ৫ জনের প্রানহানী ঘটে নির্বাচনকে উপলক্ষ্য করে। এই কেন্দ্রে তৃনমূল কংগ্রেসের পার্থী পার্থ প্রতিম রায় বিজেপির প্রার্থী বরেন চন্দ্র বর্মণের কাছে ১৪ হাজার ৬১৫ ভোটে পরাজিত হন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊