ভোট মিটতেই অশান্তি পূর্ব বর্ধমানে, প্রাণ গেল এক প্রৌঢ়ার

ভোট মিটতেই অশান্তি পূর্ব বর্ধমানে, প্রাণ গেল এক প্রৌঢ়ার






গতকাল ফল ঘোষণার পরেই আজ থেকে শুরু হয়েছে বিক্ষিপ্ত অশান্তি। কোথাও আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থক আবার কোথাও আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক। এমনই খবর উঠে আসছে। এবার উত্তপ্ত বর্ধমান। গণেশ মালিক নামে এক ৬০ বছরের ব্যক্তির মৃত্যু হয়েছে অশান্তিতে। 




ভোট মিটতেই অশান্তি পূর্ব বর্ধমানে।প্রাণ গেল এক প্রৌঢ়ার। মৃতের নাম গণেশ মালিক (৬০)।বাড়ি রায়নার সমসপুরগ্রামে।রবিবার রাতে সমসপুর গ্রামে দু'পক্ষের মধ্যে চরম অশান্তি হয়।গণেশ মালিকের মাথায় আঘাত করা হয় বাঁশ দিয়ে।গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।মৃতের পরিবারের দাবী গণেশ মালিক তৃণমূল কংগ্রেসের সমর্থক।



প্রসঙ্গত গতকাল রাজ্য বিধানসভা ভোটের ফলে দুশোর বেশি আসন নিয়ে তৃতীয়বার ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস। সম্ভবত আগামী ৫ই মে তৃতীয় বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ