Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনায় প্রয়াত প্রাক্তন IMA সভাপতি ও পদ্মশ্রীপ্রাপ্ত বিশিষ্ট চিকিত্সক কে কে আগরওয়াল

করোনায় প্রয়াত প্রাক্তন IMA সভাপতি ও পদ্মশ্রীপ্রাপ্ত বিশিষ্ট চিকিত্সক কে কে আগরওয়াল



করোনা আক্রান্ত হয়ে প্রয়াত ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি কে কে আগরওয়াল। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ নয়াদিল্লির এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২। হাসপাতাল সূত্রে খবর, করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হওয়ার সময় থেকেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। গত কয়েকদিন ধরে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। চিকিত্সাক্ষেত্রে অবদানের জন্য ২০১০ সালে তাঁকে পদ্মশ্রী প্রদান করা হয় তাঁকে।




সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বিভিন্ন ভিডিয়োর মাধ্যমে করোনা অতিমারিকালে সাধারন মানুষের সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। শুরুর দিকে আমজনতা ও প্রশাসনিক স্তরে সাবধানতা অবলম্বনের গুরুত্ব তুলে ধরেছিলেন তিনি। তাঁর একাধিক সচেতনতা ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।



১৯৭৯ সালে নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করেন কে কে আগরওয়াল। চিকিত্সাক্ষেত্রে অবদানের জন্য ২০১০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন তিনি। বর্তমানে তিনি হার্ট কেয়ার ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সভাপতির দায়িত্বে ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code