স্পেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন নোবেলজয়ী অর্মত্য সেন
ভারতের গর্ব অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতীয়দের জন্য ফের এক গর্বের মুহুর্ত নিয়ে হাজির হলেন তিনি। সমাজবিজ্ঞানে স্পেনের সর্বোচ্চ সম্মান পেলেন তিনি। স্প্যানিশ প্রাইজ ফাউন্ডেশন বুধবার প্রিন্সেস অফ অস্টুরিয়াস সম্মানে ভূষিত করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে । তাঁর নাম মনোনীত করেছিলেন বার্সেলোনায় কাসা এশিয়ার ডিরেক্টর জেনারেল জেভিয়ার প্যারানডো।
করোনা অতিমারীর জেরে এবছর ভার্চুয়ালে বিজয়ীর নাম ঘোষনা করা হয়। বিশ্বের ২০টি দেশের মোট ৪১জনের মধ্যে অর্মত্য সেনকেই বেছে নেওয়া হয়েছে এই সম্মানে ভূষিত করার জন্য। পুরষ্কার হিসেবে অর্মত্য সেন পেলেন জোয়ান মিরোর একটি মূর্তি, একটি শংসাপত্র ও ৫০ হাজার ইউরো।
স্পেনের প্রিন্সেস অফ অস্টুরিয়াস ফাউন্ডেশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, দুর্ভিক্ষের উপর অর্থনীতিবিদ অমর্ত্য সেনের গবেষণা এবং তাঁর থিওরি অফ হিউম্যান ডেভেলপমেন্ট জনহিতকর। গত কয়েক দশক ধরে বিশ্বে ন্যায়বিচারের প্রশ্ন তুলে তিনি সকলের পথপ্রদর্শক হিসেবে কাজ করে চলেছেন। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ধারবাহিকভাবে লড়াই করে চলেছেন। তাঁর কাজ কখনও প্রাসঙ্গিকতা হারাতে পারে না। অমর্ত্য সেনের অন্যতম গুরুত্বপূর্ণ যুক্তি হল সামাজিক সমৃদ্ধি কেবল অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রেই নয়, উন্নয়নের সুযোগের ক্ষেত্রে বিশেষত দুর্বলদের ক্ষেত্রেও পরিমাপ করা উচিত।
এর আগে আরো একাধিক সম্মানে ভূষিত হয়েছেন এই অর্থনীতিবিদ। ১৯৯৮ সালে অমর্ত্য সেনকে অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার ( অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত), গতবছর জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেয়েছেন। তিনিই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ন্যাশনাল হিউম্যানিটিস মেডেলে ভূষিত হন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊