Latest News

6/recent/ticker-posts

Ad Code

নারদ মামলায় চার হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হাইকোর্টের

নারদ মামলায় চার হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হাইকোর্টের 





নারদ মামলায় চার হেভিওয়েট ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ‍্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ‍্যায়ের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। শর্ত সাপেক্ষ ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন পেলেন তারা। জামিন পেলেও এই মামলা বা পুরনো কোনও মামলা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পারবেন না চার হেভিওয়েট এদিন এমনই নির্দেশ দেয় আদালত। 



বেলা ১২টা নাগাদ শুরু হয় শুনানি। শুনানির শুরুতেই আদালত জানায় অন্তর্বর্তী জামিন দিতে ভাবনা রয়েছে আদালতের। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এপ্রসঙ্গে বলেন, ‘‘অনেকদিন ধরে এই মামলা চালতে পারে। ততদিন অন্তর্বর্তী জামিন দেওয়া নিয়ে ভাবনা। জামিন নিয়ে চূড়ান্ত নির্দেশের পরে প্রয়োজনে জামিন খারিজ করা যেতে পারে।’’


এদিনও প্রভাবশালী তত্ত্ব তুলে ধরেন সলিসিটর জেনারেল মেহতা। নারদ মামলা শুরুর আগেও চারজনের যা প্রভাব ছিল এখনও সেই প্রভাবই আছে বলে আদালতকে জানান সলিসিটর জেনারেল। এরপরেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সলিসিটর জেনারেলকে আশ্বস্ত করে বলেন, ‘‘মামলাটি ঠান্ডাঘরে পাঠিয়ে দেওয়া হবে না।’’প্রভাবশালী তত্ত্বে এই ভাবনার বিরোধিতা করে তুষার মেহতা বলেন, ‘জামিন দেওয়া হলেও চারজন যেন সংবাদ মাধ্যমের মুখোমুখি না হন, সেই নির্দেশ দেওয়া হোক।’


বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে অভিযুক্ত-সাধারণ মানুষের মধ্য আলাপচারিতার সুযোগ নেই, মানুষের পরিষেবার কাজের সঙ্গে যুক্ত। ২০১৭তে মামলা শুরু, আপনারা তখন তাঁদের গ্রেফতার করেননি।তাঁরা তখন যা প্রভাবশালী ছিলেন এখনও তাই আছেন।‘তাহলে এখন কেন গ্রেফতার ?’


এদিন অন্তর্বর্তী জামিন পাওয়ার পর ফিরহাদ-সুব্রত-মদন-শোভন চার হেভিওয়েটকে আর গৃহবন্দি থাকতে হবে না। তবে আদালতের নির্দেশ মতো মামলা নিয়ে সংবাদ মাধ‍্যমের মুখোমুখি হতে পারবেন না তারা। কোনো তথ‍্য প্রমান বিকৃত করতে পারবেন না তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code