Latest News

6/recent/ticker-posts

Ad Code

নয়া ডিজিটাল নির্দেশিকা নিয়ে কড়া অবস্থান কেন্দ্রের

নয়া ডিজিটাল নির্দেশিকা নিয়ে কড়া অবস্থান কেন্দ্রের




নয়া ডিজিটাল নির্দেশিকা নিয়ে কড়া অবস্থান কেন্দ্রের, OTT ও DIGITAL MEDIA -র অবস্থান জানতে ১৫দিনের সময় দিয়ে চিঠি দিল কেন্দ্র। এই ১৫দিন পর আর কোনো কথা নয় বলেই জানিয়ে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের নয়া আইন মেনে ৬০টি ডিজিট‍্যাল মিডিয়া পাবলিশার্স চালু করতে চলেছে বলেও জানানো হয়েছে। 




সোশ‍্যাল মিডিয়া, অ্যাপ, ওয়েবসাইট সহ ডিজিট‍্যাল মিডিয়ায় ভুয়ো ও আপত্তিকর কন্টেন্টের বিরুদ্ধেয়পদক্ষেপ নিতে আগেই নির্দেশ দিয়েছিল কেন্দ্র। অভিযোগ জানানোর ব্যবস্থা, অভিযোগ খতিয়ে দেখার ব‍্যবস্থা ও যথাযথ ব‍্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জোর দিচ্ছে কেন্দ্র। এ ব্যাপারে সম্পূর্ণ মাস্টারপ্ল্যান নোটিস জারির ১৫ দিনের মধ্যে দেওয়ার জন্য নির্দেশ কেন্দ্রের।




সম্প্রতি কেন্দ্রের নয়া ডিজিট‍্যাল আইন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে। গুগল, ইউটিউব নয়া আইনে সায় দিলেও কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা করতে চাইছে ফেসবুক। নয়া নিয়মে ব্যক্তি গোপনীয়তা লঙ্ঘিত হবে বলে কেন্দ্রের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে হোয়াটস্অ্যাপ। ভারতের নতুন ডিজিটাল বিধিতে সম্মত হওয়ার ইঙ্গিত দিলেও পরে 'ফ্রিডম অফ এক্সপ্রেশন' নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল টুইটার। কেন্দ্রও তার কড়া নিন্দা করেছে। এই পরিস্থিতিতে OTT ও ডিজিট‍্যাল প্ল‍্যাটফর্মকে আরো ১৫দিনের সময়সীমা দিল কেন্দ্র। এই সময় পার হলে আর রেয়াত নয় বলেও স্পষ্ট জানিয়েছে কেন্দ্র সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code