Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইয়াশ-এর প্রভাবে জলমগ্ন এলাকায় পরিদর্শনে গেলেন বিধায়ক

ইয়াশ-এর প্রভাবে জলমগ্ন এলাকায় পরিদর্শনে গেলেন বিধায়ক





ইয়াস এর প্রভাবে জলমগ্ন এলাকায় পরিদর্শনে গেলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাস।পাশাপাশি ইয়াশ-এ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দিলেন ত্রিপল। 




ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়াস এর পুরোপুরি প্রভাব বর্ধমানে না পড়লেও কিছুটা আচ পড়েছে পূর্ব বর্ধমানে।ইয়াশের রাত ভর বৃষ্টির পাশাপাশি ছিলো দমকা হাওয়া। রাত ভর বৃষ্টির জেরে জলমগ্ন বর্ধমান পৌরসভার ১৩ নং ওয়ার্ডের সমস্ত এলাকা।জলমগ্ন বর্ধমান পৌরসভার ১৩ নং ওয়ার্ডের নীলপুর এলাকায় পরিদর্শনে গেলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাস। 




বিধায়ক খোকন দাস বলেন গত কাল পরশু ইয়াশ- এর কারনে প্রবল বৃষ্টির জেরে বর্ধমান পৌরসভার ১৩ নং ওয়ার্ডের নীলপুর আমবাগান এলাকায় জলমগ্ন হয়ে আছে।এর আগে সামান্য বৃষ্টি হলে এই এলাকায় জল জমে যায়।পাশে ন্যাশনাল হাই ওয়ের জন্য এই এলাকায় জল জমে যায় বলে জানান খোকন দাস।
ইয়াসের জেরে জলমগ্ন এলাকা পরিদর্শন বিধায়ক খোকন দাসের

ইয়াসের জেরে জলমগ্ন এলাকা পরিদর্শন বিধায়ক খোকন দাসের

Posted by Sangbad Ekalavya on Friday, May 28, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code