Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইয়াশে ক্ষতিগ্রস্থের বাড়ি পরিদর্শনে বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার ও সাংসদ চন্দনা বাউরী

ইয়াশে ক্ষতিগ্রস্থের বাড়ি পরিদর্শনে বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার ও সাংসদ চন্দনা বাউরী



রঞ্জিত ঘোষ, বাঁকুড়া


'ইয়াশে' ক্ষতিগ্রস্ত সুশীল মাঝি নামে এক দলীয় কর্মীর  বাড়ি পরিদর্শনে এলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার। বৃহস্পতিবার সালতোড়া বিধানসভার বিধায়ক চন্দনা বাউরীকে সঙ্গে নিয়ে তিনি গঙ্গাজলঘাটির ডুমুরিয়া গ্রামে সুশীলবাবুর বাড়িতে আসেন। 



সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি কথা বলেন ঐ বিজেপি সমর্থক ও তার পরিবারের লোকেদের সঙ্গে। 


পরে সেখান থেকে সাংসদ ডাঃ সুভাষ সরকার শালতোড়া বিধানসভা এলাকার মেজিয়া ও গঙ্গাজলঘাটি থানা ও ব্লক অফিস পরিদর্শণ করেন।


পরে সাংসদ ডাঃ সুভাষ সরকার বলেন, ডুমুরিয়া গ্রামের বিজেপি কর্মীর বাড়ির ছাউনী উড়ে গেছে। দেওয়াল যেকোন সময় ভেঙ্গে পড়তে পারে। শুধুমাত্র বিজেপি করার অপরাধে এই সব মানুষ সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অভিযোগ করে তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট বিডিওদের জানিয়েছি। একই সঙ্গে পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার দাবীও তিনি জানিয়েছেন বলে জানান। 

ইয়াশে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শনে বাঁকুড়ার সাংসদ

ইয়াশে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শনে বাঁকুড়ার সাংসদ

Posted by Sangbad Ekalavya on Friday, May 28, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code