Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঘূর্ণিঝড় ইয়াসের বিধ্বস্ত তিন রাজ্যের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র

ঘূর্ণিঝড় ইয়াসের বিধ্বস্ত তিন রাজ্যের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র




ঘূর্ণিঝড় ইয়াসে বিধ্বস্ত তিন রাজ‍্য পশ্চিমবঙ্গ, ওড়িষ‍্যা ও ঝাড়খণ্ড। আর এই তিন রাজ‍্যের জন‍্য ১০০০ কোটি টাকা ব‍রাদ্দ করলো কেন্দ্র সরকার। আজ ঘূর্ণিঝড় ইয়াশে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই ওড়িষ‍্যাকে ৫০০ কোটি দেওয়ার কথা জানালেন। পাশাপাশি বাকি ৫০০ কোটি টাকা অপর দুই রাজ‍্য বাংলা ও ঝাড়খণ্ডকে দেওয়া হবে তবে তা পরিস্থিতি খতিয়ে দেখার পর। কলাইকুণ্ডায় প্রশাসনিক বৈঠকের পর এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।




এদিন আকাশপথে ইয়াসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি দেখা করেন বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় ও ওড়িষ‍্যার মুখ‍্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তারপর কলাইকুণ্ডায় এসে প্রশাসনিক বৈঠকও সারেন প্রধানমন্ত্রী। যে বৈঠকে উপস্থিত থাকার কথা প্রাথমিকবাবে থাকলেও জেলাসফরে ব্যস্ত থাকায় বৈঠকে হাজির ছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 




এদিকে দিঘায় প্রশাসনিক বৈঠকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় জানান প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর কলাইকুণ্ডায় এসে প্রশাসনিক বৈঠকও সারেন প্রধানমন্ত্রী। যে বৈঠকে উপস্থিত থাকার কথা প্রাথমিকবাবে থাকলেও জেলাসফরে ব্যস্ত থাকায় বৈঠকে হাজির ছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়াস সামলাতে আর্থিক বৈষম্যের অভিযোগ এর আগেও করেছেন বাংলার মুখ‍্যমন্ত্রী। এই বৈষম‍্যের জেরে কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গের নতুন কোনও টানাটানি তৈরি হয় কি না সেটাই দেখার। কিছুদিন আগেই ইয়াস পূর্ববর্তী পরিস্থিতিতে আর্থিক বন্ঠন নিয়েও কেন্দ্র-রাজ্যের অল্প বিরোধ লেগেছিল। আর্থিক বৈষম্যের ইস্যুর পাশাপাশি গতবছরের আমফানের সময়ের টাকা না পাওয়ার প্রসঙ্গও সামনে তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code