ইস্তফাপত্র দিলেন মমতা, গ্রহণ করে বিকল্প ব্যবস্থা না নেওয়া পর্যন্ত দায়িত্ব সামলানোর আর্জি রাজ্যপালের
রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয় লাভ করে ফের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। তৃতীয় বারের জন্য বাংলার মসনদ দখল করেছে তৃণমূল। আর তৃতীয় বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ই মে সম্ভবত শপথ নেবেন তিনি বলেই আজ বিকেলে জানিয়েছেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়।
এদিকে আজ রাজ্যে জয় লাভ করার পর আজ সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি সহ তৃণমূল নেতারাও গিয়েছিলেন রাজভবনে। সেখানে কোভিড পরিস্থিতিতে শপথ গ্রহণ হবে, তার খুঁটিনাটি ও নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
রাজ্যপালকে ইস্তফাপত্র জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Hon’ble CM @MamataOfficial called on me and submitted her resignation as CM and the same has been accepted.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 3, 2021
She has been requested to continue till alternative arrangements are made. pic.twitter.com/ipJ48smN41
এরপরেই, রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করে জানালেন, মুখ্যমন্ত্রী পদে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছি। পাশাপাশি, বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব সামলানোর আবেদন করেছেন। ৫ তারিখ সকাল পৌনে এগারোটায় রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড আবহে হাতেগোণা কয়েকজন দর্শক সেখানে থাকবেন বলেও জানিয়েছেন রাজ্যপাল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊