বিজেপি তৃনমূলের সংঘর্ষে মৃত‍্যু তিনজনের বর্ধমানের জামালপুরে

 


ভোট গননার পরবর্তী সময়ে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্ৰাম এলাকায় আহত হয়েছেন বেশ কয়েকজন তৃনমূল কর্মী। জানা যাচ্ছে, তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ।গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি ।


একাধিক আহত ব‍্যাক্তিকে নিয়ে আসা হয়েছে জামালপুর ব্লক হাসপাতালে। এছাড়াও বেশ কয়েকজনকে গুরতর জখম অবস্থায় নিয়ে আসা হয়  বর্ধমান মেড‍্যিকেল কলেজ হাসপাতালে । তাদের মধ‍্যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত‍্যু হয় সাজাহান সা। এছাড়াও আহত অবস্থায় বর্ধমান হাসপাতালে নিয়ে আসার সময় বিভাস বাগ নামে এক ব‍্যাক্তির মৃত‍্যু হয় ।


এছাড়াও জামালপুর এলাকায় একজন বিজেপি মহিলা কর্মীর মৃত‍্যু হয় তার নাম কাকুলি ক্ষেত্রপাল ।এখনও পর্যন্ত তিনজনের মৃত‍্যু হয়েছে ।সমস্ত ঘটনার তদন্ত শুরু করছে জামালপুর থানার পুলিশ ।