কাল থেকে কড়াকড়ি লকডাউন! কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়? জানুন বিস্তারিত 



করোনা মোকাবিলায় আগামীকাল থেকে রাজ্যে জারি হল লক ডাউন। চলবে আগামী ৩০ই মে পর্যন্ত। কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড় দেখে নেওয়া যাক- 

চা বাগানে কাজ করবেন ৫০ শতাংশ কর্মী

জুট মিলে কাজ করতে পারবেন ৩০ শতাংশ শ্রমিক

বিয়ে বাড়িতে উপস্থিত থাকতে পারবেন ৫০ জন অতিথি।

সৎকারের কাজে থাকতে পারবেন ২০ জন।

জরুরি পরিষেবায় চালু থাকবে ট্যাক্সি।

পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা থাকলেও জরুরি পণ্য পরিবহণে রয়েছে ছাড়।

সমস্ত ই-কমার্স, হোম ডেলিভারি চালু থাকবে।

খোলা থাকবে রাজ্যের সমস্ত পেট্রল পাম্প

রাজ্যের সমস্ত জায়গায় মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা।

মুদির দোকান, খুচরো দোকান, এবং বাজার চালু থাকবে সকাল ৭ টা থেকে ১০টা পর্যন্ত।

চিকিৎসা এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান খোলা থাকবে

চিকিৎসা এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গণপরিবহণে ছাড়।

ওষুধ, চিকিৎসার সরঞ্জাম প্রস্তুতকারক কারখানা বা সংস্থা খোলা থাকবে।

ওষুধ, চশমা, ইলেকট্রনিক্সের দোকানগুলি খোলা থাকবে।