BREAKING NEWS: কাল থেকে রাজ্যের স্কুল কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ রাজ্য সরকারের





রাজ্যের করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে আরও কড়াকড়ি পদক্ষেপ নিল রাজ্য। কাল থেকে আগামী ১৫দিন পর্যন্ত অর্থাৎ ৩০শে মে রাজ্যে জারি হল লক ডাউন। আগামী দু-সপ্তাহের জন্য রাজ্যে আরও কড়া বিধি পালনের কথা ঘোষণা করল সরকার। জরুরি পরিষেবা ও প্রয়োজনীয় পরিষেবা ছাড়া সবকিছু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।



আজ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বাজার হাট থেকে শুরু করে শপিং মল, স্পা, জিম সব ক্ষেত্রেই বিধি নিষেধ জারির কথা জানালেন। তিনি জানান, সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সব সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সব দফতর বন্ধ থাকবে। শপিং মল, স্পা, রেস্তোরাঁ, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, সিনেমা হল বন্ধ থাকবে।



রাজ্যের এই ঘোষণা পর, সরকারী থেকে বেসরকারি সকল ক্ষেত্রেই একই নিয়ম বলবত হল। সরকারী স্কুল কলেজ আগে থেকেই বন্ধ। এবার বেসরকারি স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। সকল স্কুল, কলেজ, পলিটেকনিক, অঙ্গনোয়ারী, আইটিআই সহ সকল শিক্ষা প্রতিস্থান বন্ধ থাকবে।বিধিনিষেধ না মানলে মহামারী আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।



দৈনিক করোনা সংক্রমণ বেড়েই চলছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দৈনিক করোনা সংক্রমণ ২১০০০ ছুঁইছুঁই। মৃত্যুর সংখ্যা প্রতিদিন শতাধিক পেড়িয়ে চলছে। এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় এবার কড়াকড়ি লক ডাউনের পথেই হাটতে হল রাজ্য সরকারকে। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সব ক্ষেত্রেই জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। বিস্তারিত জানুন-