5G -র টেস্টিং করোনার দাপটের মূল কারণ?




করোনার ভয়াল দাপট দেশজুড়ে। প্রতিদিনই যখন বেড়ে চলছে সংক্রমণ তখন একের পর এক খবরে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। মোবাইলের 5G নেটওয়ার্কের জন্য বেশি করে ছড়াচ্ছে করোনার সংক্রমণ এমনই খবর ঘুরছিল কয়েকদিন ধরে। তবে এখবর পুরোটা ভুয়ো এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় টেলি যোগাযোগ মন্ত্রক। এর কোনো ভিত্তি নেই বলেই জানিয়ে দিল মন্ত্রক। ভুয়ো তথ্য সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন হতে এবং দূরে থাকার পরামর্শও দিয়েছে কেন্দ্র।



উল্লেখ্য, কিছুদিন আগেই চিনা প্রযুক্তি ছাড়াই দেশে 5G পরিষেবা চালু করার লক্ষ্যে 5G নেটওয়ার্কের তরঙ্গ পরীক্ষা-নিরীক্ষার অনুমতি দিয়েছে কেন্দ্র। এয়ারটেল, রিলায়েন্স জিও ইনফোকম, ভোডাফোন আইডিয়া এবং এমটিএনএল -কে দেশের গ্রাম ও শহরাঞ্চলে ট্রায়ালের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এরিকসন, নোকিয়া, স্যামসং, সি-ডট এবং রিলায়েন্স জিওর দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলবে ট্রায়াল ।



মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের কোথাও এখনও ট্রায়াল শুরু হয়নি ফলে সংক্রমণ ছড়ানোর কথাই না। তাছাড়া, এমন কিছু ঘটা সম্ভবও নয়। মন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, মোবাইল টাওয়ারগুলিতে থাকে অত্যন্ত কম শক্তির নন-আয়োনাইজিং রেডিও ফ্রিকোয়েন্সি। যার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। কোনও জীবন্ত কোষের কোনওরকম ক্ষতিই করতে পারে না। সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও সাধারণ মানুষকে ভ্রান্ত ধারণা বা অসত্য প্রচার সম্পর্কে সতর্ক থাকার আর্জি জানানো হয়েছে।