সবুজ ঝড়ে কতটা সফল কোন দলের কোন তারকা প্রার্থীরা

সবুজ ঝড়ে কতটা সফল কোন দলের কোন তারকা প্রার্থীরা




কার্যত বাংলার রাজনীতিতে সবুজ ঝড়। ২রা মে রাজ‍্য বিধানসভার নির্বাচনে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের। পদ্ম শিবিরকে বিরোধী আসনে বসিয়ে বাংলা দখল ঘাসফুল শিবিরের। প্রথম থেকেই তারকা সিট গুলির নজর ছিল বাংলার। সেই তারকা সিট গুলোতেও ঘাসফুলের সাফল‍্য পদ্মশিবিরের থেকে অনেক বেশি। দেখে নেওয়া যাক তারকাদের ভোট যুদ্ধে জয় - পরাজয়-



জয়ী

তৃণমূল

লাভলি মৈত্র – সোনারপুর দক্ষিণ

চিরঞ্জিৎ চক্রবর্তী – বারাসত 

জুন মালিয়া – মেদিনীপুর 

রাজ চক্রবর্তী – বারাকপুর

কাঞ্চন মল্লিক – উত্তরপাড়া 

বীরবাহা হাঁসদা – ঝাড়গ্রাম 

ইন্দ্রনীল সেন – চন্দননগর 

অদিতি মুন্সি – রাজারহাট-গোপালপুর 

সোহম চক্রবর্তী – চণ্ডীপুর 

বিজেপি

হিরণ চট্টোপাধ্যায় – খড়গপুর সদর 

অগ্নিমিত্রা পল – আসানসোল দক্ষিণ 




পরাজিত

তৃণমূল

কৌশানি মুখোপাধ্যায় – কৃষ্ণনগর উত্তর 

সায়নী ঘোষ – আসানসোল দক্ষিণ 

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় – বাঁকুড়া 


বিজেপি

রুদ্রনীল ঘোষ – ভবানীপুর 

বাবুল সুপ্রিয় – টালিগঞ্জ 

পায়েল সরকার – বেহালা পূর্ব 

শ্রাবন্তী চট্টোপাধ্যায় – বেহালা পশ্চিম 

তনুশ্রী চক্রবর্তী – শ্যামপুর 

যশ দাশগুপ্ত – চণ্ডীতলা 

পার্ণো মিত্র – বরানগর 

অঞ্জনা বসু – সোনারপুর দক্ষিণ 

লকেট চট্টোপাধ্যায় -চুঁচুড়া 

পাপিয়া অধিকারী – উলুবেড়িয়া দক্ষিণ 


সিপিএম

দেবদূত ঘোষ – পরাজিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ