করোনা আতঙ্কের মাঝেই 'কালো ছত্রাক'-র আতঙ্ক, সুরক্ষিত থাকতে ICMR-র পরামর্শ




করোনা আতঙ্কের মাঝেই কালো ছত্রাকের আতঙ্ক। একদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ এমন পরিস্থিতিতে দোসর হল কালো ছত্রাক বা ব্ল্যাক ফাঙ্গাস। সঠিক সময়ে চিকিৎসা না হলে প্রাণঘাতী হতে পারে এই সংক্রমণ বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। সংক্রমণ এড়াতে এবার নির্দেশিকা প্রকাশ করলো আইসিএমআর।


কালো ছত্রাক নামে পরিচিত এই ছত্রাক ত্বক থেকে সংক্রমণ ছড়াতে পারে মস্তিস্ক, ফুসফুসে।বাসা বাঁধছে করোনা রোগীদের ফুসফুসে।ফুসফুস প্রতিস্থাপন কিংবা আইসিইউয়ে থাকা রোগীর ক্ষেত্রে ঘাতকের ভূমিকায় দেখা গিয়েছে তাকে।মিউকরমাইসিসিস-এর সম্পর্কে জেনে নেওয়া যাক- 


লক্ষণ

➡️ চোখে বা নাকে ব্যথা, 

➡️ লাল হয়ে ফুলে যাওয়া

➡️ জ্বর, মাথা ব্যথা, 

➡️ কাশি

➡️ নিঃশ্বাসের সমস্যা

➡️ রক্তবমি

➡️ মানসিক অবস্থায় অস্বাভাবিকত্ব


ডায়াবেটিস আক্রান্ত রোগীদের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে,
➡️ জ্বর

➡️ নাক বন্ধ হয়ে আসা

➡️ নাকের উপর কালচে দাগ

➡️ ত্বকের সমস্যা

➡️ নাক থেকে চাপা রক্তের মতো বা কালো পুঁজ বেরনো

➡️ চোয়ালে ব্যথা, মুখের এক দিকে ব্যথা, 

➡️ ফুলে যাওয়া কিংবা অবস হয়ে যাওয়া

➡️ দাঁতে ব্যথা

➡️ দৃষ্টি ঝাপসা হয়ে আসা, বা দু’টো করে জিনিস দেখা

➡️ বুকে ব্যথা, নিঃশ্বাসের সমস্যা বেড়ে যাওয়া


করণীয়


➡️ হাইপারগ্লাইসেমিয়া নিয়ন্ত্রণ করা

➡️ পুঁজ বেরনোর পর রক্তে গ্লুকোজের মাত্রা মাপা

➡️ ঠিক সময় চিকিৎসকদের নির্দেশ মেনে স্টেরয়েড নেওয়া

➡️ অক্সিজেন থেরাপির সময় পরিষ্কার, 

➡️ স্টেরিলাইজ করা জল ব্যবহার

➡️ প্রয়োজনীয় ওযুধ খাওয়া।

➡️ লক্ষণ দেখা দিলে ফেলে রাখা চলবে না

➡️ তবে নাকে কালচে দাগ দেখলেই আতঙ্কিত হওয়ার দরকার নেই

➡️ ফাঙ্গাসের উপস্থিতি বুঝতে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করাতে হবে


যা করবেন না- 

➡️ সতর্কতা লক্ষণ এবং লক্ষণগুলি মিস করবেন না

➡️ ব্লকড নাকের সমস্ত ক্ষেত্রে ব্যাকটিরিয়া সাইনোসাইটিসের ক্ষেত্রে হিসাবে বিবেচনা করবেন না, বিশেষত ইমিউনোসপ্রেসন এবং / অথবা সিওভিড -১৯ রোগীর ক্ষেত্রে ইমিউনোমোডুলেটারগুলির ক্ষেত্রে

➡️ ছত্রাকজনিত এটিওলজি সনাক্ত করার জন্য যথাযথ হিসাবে (কোহ স্টেনিং এবং মাইক্রোস্কোপি, মাল্ডিটফট) আক্রমণাত্মক তদন্ত করতে দ্বিধা করবেন না

➡️ মিউকরমাইসিসিস-এর রোগের চিকিত্সা শুরু করার জন্য গুরুত্বপূর্ণ সময়টি হারাবেন না

সতর্কতা

➡️ ধুলোয় গেলে মাস্ক পরতে হবে

➡️ নিয়মিত স্নান করা,

➡️ পরিস্কার-পরিচ্ছন্ন থাকা

➡️ বাগানে কাজ করার সময়ে হাত-পা ঢাকা পোশাক পরা