HS 3rd Sem Routine: উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের দিনক্ষণ জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের দিনক্ষণ জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২২ সেপ্টেম্বর। পরীক্ষা শুরু হবে ১০টা থেকে আর শেষ হবে বেলা ১১টা বেজে ১৫ মিনিটে। ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা। ভিস্যুয়াল আর্ট, মিউজ়িক এবং ভোকেশনাল বিষয়ের ক্ষেত্রে পরীক্ষা শুরু সকাল ১০টায়। শেষ হবে ১০টা বেজে ৪৫ মিনিটে।
পরীক্ষার রুটিন:
08.09.25 সোমবার প্রথম ভাষা
09.09.25 মঙ্গলবার ভোকেশনাল বিষয়
10.09.25 বুধবার দ্বিতীয় ভাষা
11.09.25 বৃহস্পতিবার অর্থনীতি, অ্যান্থ্রোপলজি, সায়েন্স অব ওয়েলবিং, অ্যাপ্লায়েড আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স
12.09.25 শুক্রবার ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি
13.09.25 শনিবার কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, হেল্থ এন্ড ফিজিক্যাল এডুকেশন এবং ভিস্যুয়াল আর্ট, মিউজ়িক
15.09.25 সোমবার স্ট্যাটিসটিকস, সাইকোলজি, কমার্শিয়াল ল' এন্ড প্রিলিমিনারিজ় অব অডিটিং, ইতিহাস
16.09.25 মঙ্গলবার কেমিস্ট্রি, ভুগোল, হিউম্যান ডেভলপমেন্ট এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজ়নেস স্টাডিজ়
18.09.25 বৃহস্পতিবার ফিলোজফি
19.09.25 শুক্রবার অঙ্ক, অ্যাগ্রিকালচার, জার্নালিজ়ম এন্ড মাস কমিউনিকেশন, পার্সিয়ান, আরবি, সংস্কৃত
20.09.25 শনিবার সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স, ডেটা সায়েন্স, সোশিওলজি
22.09.25 সোমবার বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং এন্ড ট্যাক্সেশন
WBCHS HS EXAM OFFICIAL ROUTINE
এই সেমিস্টার হবে OMR শিটে। যা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বড় বদল। পরীক্ষার রুটিন ঘোষণার পাশাপাশি একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথমবার দুইটি পরীক্ষা হচ্ছে উচ্চমাধ্যমিক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊