Latest News

6/recent/ticker-posts

Ad Code

কাল থেকে কোন কোন দোকান কখন খোলা থাকবে? জানুন বিস্তারিত

কাল থেকে কোন কোন দোকান কখন থাকবে? জানুন বিস্তারিত 

File Pic 



করোনা সংক্রমণে রাশ টানতে কাল থেকে লক ডাউন জারি করলো রাজ‍্য সরকার। কড়া বিধি নিষেধ জারি করে ফের কমানো হল বাজার হাট খোলার দোকান । পরিবর্তন হল সময়সূচিও। 



সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত যেসব দোকান খোলা থাকবে- 

শাক-সবজির দোকান

ফলের দোকান, 

মুদিখানা, 

মাংসের দোকান 

ডিমের দোকান 

পাউরুটির সঙ্গে যুক্ত খুচরো দোকান এবং বাজার খোলা থাকবে।


সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে-

মিষ্টির দোকান 

সাধারণ সময়মতো খোলা থাকবে-

ঔষধের দোকান

ঔষধি সরঞ্জামের দোকান

চশমার দোকান

ই-কমার্স, হোম ডেলিভারি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। 

পেট্রল পাম্পের দোকান

অটো রিপেয়ার দোকান

এলপিজি গ্যাসের দোকান এবং

বণ্টন দোকান 



দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত খোলা থাকবে- 

সোনা ও 

শাড়ির দোকান 


বন্ধ থাকছে- 

শপিং মল, 

স্পা, 

রেস্তোরাঁ, 

জিম, 

স্পোর্টস কমপ্লেক্স, 

বিউটি পার্লার 

সুইমিং পুল, 

সিনেমা হল

খোলা থাকছে- 

প্রিন্ট 

ইলেক্ট্রনিক মিডিয়া 

এমএসওএস

কেবল অপারেটর 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code